বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে ইজিবাইকের চাপাই দাদি নাতি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তিনজন। আতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো হাট ময়না গ্রামের আমিনুল রহমান মোল্যার স্ত্রী পারভিন বেগম (৪০) ও তার ৪ মাসের চাচতো নাতি।
জানা যায়, বুধবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে একটি ইজিবাইক বোয়ালমারী আসার পথে বোয়ালমারী মোহাম্মদপুর সড়কের হাট ময়না শাহ জাফর মহিলা মাদ্রাসার পূর্ব পাশে পৌঁছালে রাস্তার পাশে বসে থাকা পারভিন বেগম ও জুনু বেগমকে (৫০) চাপা দেয়। এ সময় ইজিবাইক উল্টে পড়ে।
ইজিবাইকে থাকা চালক ও চালকের স্ত্রী মারাত্মক আহত হয় তাদেরকে প্রথমে বোয়ালমারী পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চাপা পড়া আর এক মহিলা জুনু বেগমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পারভিন বেগমকে ও বাচ্চাটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সামনে গেলে পারভিন বেগম মারা যায়। শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ময়না গ্রামের বাসিন্দা প্রফেসর মজিবর রহমান ও গ্রাম পুলিশ রেজাউল জানান, ইজি বাইক চালকের বাড়ি কামারখালী এলাকায়। সে বোয়ালমারী আসার পথে রাস্তার পাশে বসে থাকা পারভিন বেগম, জুনু বেগম ও তাদের কোলে থাকা ৪ মাসের নাতিকে চাপা দিয়ে ইজিবাইক উল্টে যায়। চাপা দেওয়ার ঘটনায় পারভিন বেগম ও তার চাচতো নাতি মারা যায়। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান মোবাইল ফোন না রিসিভ করাই তার বক্তব্য দেয়া সম্ভব হলো না।
মোঃ আসাদুজ্জামান মিয়া
Representative