জ্যেষ্ঠ প্রতিনিধি ফরিদপুর :
জেলার বলমারী উপজেলার সাহঃশ্রাইল গ্রামের প্রবাসী ও সাবেক বাজার কমিটির সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমানের স্ত্রী মৃত বেগম ২৮ আজ সকাল আটটার সময় নিজ রান্না ঘরে রান্না করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান।প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী তাসলিমা বেগমের সাথে কথা বলে জানা যায় মিতু বেগম সকালে বিদ্যুৎ না থাকায় আই পি এস এর মাধ্যমে রানার কাজে ব্যস্ত ছিল। রান্না শেষে তিনি ব্ল্যাক খুলতে গেলে দেন এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসে সঙ্গে সঙ্গে তার হাত প্লাগের একটি পিনের সঙ্গে লেগে যায়। এ সময় তিনি একটি চিৎকার দিতে পারেন তার চিৎকারে নিজ কন্যা ও দেবর ছুটে আসেন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বিষয়টি নিয়ে এলাকায় শোকের সৃষ্টি হয়েছে।
মোঃআছাদুজ্জামান মিয়া