Barisal correspondent.
আগামীকাল ১০ এপ্রিল বৃহস্পতিবার শুরু হচ্ছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশাসনিক ভাবে সুস্ঠ পরিবেশে পরীক্ষা গ্রহনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
এ বছর বাকেরগঞ্জ উপজেলায় মোট ১৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এর মধ্যে এসএসসি পরীক্ষা কেন্দ্র ১১ টি, এসএসসি ( ভোকেশনাল) কেন্দ্র ২ টি, ও মাদ্রাসা বোর্ডের অধীন এসএসসি ( দাখিল ) পরীক্ষার কেন্দ্র রয়েছে ৩ টি।
বাকেরগঞ্জে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬১৭১ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৪৫৭৭ জন, এসএসসি ( ভোকেশনাল) ২২৫ জন এবং এসএসসি (দাখিল) পরীক্ষার্থী ১৩৬৯ জন।
এবছর বাকেরগঞ্জ উপজেলায় কেন্দ্র ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হল, বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৭২৬ জন, বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩১৫ জন,কলসকাঠি বিএম একাডেমি কেন্দ্রে ৪৪৬ জন,কাকরধা একেএম ইনস্টিটিউশন কেন্দ্রে ৪৬২ জন,মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৯৮ জন,গারুরিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭১৬ জন,চরামদ্দি ডব্লিউকে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭৩ জন,কামারখালী কেএসইউ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭১৮ জন,ফজলুল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩২৩ জন পরীক্ষার্থী।
এদিকে এসএসসি ( ভোকেশনাল) পরীক্ষায় বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১১৬ জন এবং বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ কেন্দ্রে ৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।
এবং এসএসসি (দাখিল) পরীক্ষায় বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৬২৪ জন,রোকনউদ্দীন ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫২৮ জন,ও চরামদ্দি খান ফজলে রব চৌধুরী আলিম মাদ্রাসা কেন্দ্রে মোট ২১৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে।
Md. Zahidul Islam
Barisal Correspondent