Barisal Correspondent:
বাকেরগঞ্জের কলসকাঠিতে তিনটি ইটের ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান।
৬/৩/২০২৫ ইং বৃহস্পতিবার উপজেলার কলসকাঠিতে দেশ,অয়ন,এবং এ ওয়ান নামের তিনটি ইটের ভাটায় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) তন্ময় হালদারঅভিযান পরিচালনা করেন।
এ সময় লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা, নিষিদ্ধ ড্রাম চিমনির ব্যবহার, ও কাঠ দিয়া ইট পোড়ানোর অভিযোগে ড্রাম চিমনি ভেঙ্গে ফেলা হয়।
অভিযানের সময় মালিক পক্ষের লোকজন না থাকায় আর্থিক ভাবে জরিমানা করা হয় নি।