মোঃ জাহিদুল ইসলাম,(বরিশাল) প্রতিনিধি:
বাকেরগঞ্জে বিয়ের দাবী নিয়া বিশ (২০) বছরের এক যুবকের বাড়িতে পঁচিশ ( ২৫) বছরের নারীর অনশন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুরিয়া ইউনিয়নেট ভান্ডারীকাঠী গ্রামের হাকিম হাওলাদারের ছেলে রায়হান (২০) এর সাথে দুই বছর আগে রং নাম্বারে পরিচয় হয় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নাচনমহল গ্রামের নুরুল ইসলামের মেয়ে শাহনাজ বেগম (২৫) এরপর প্রেম। দেখা করতে গিয়ে শারীরিক সম্পর্ক।
সরেজমিনে গিয়ে ভুক্তভোগী নারীর কাছ থেকে জানা যায়, গত দুই বছর আগে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হাকিম হাওলাদারের পুত্র রায়হানের সাথে রং নাম্বারে পরিচয় হয়। এরপর তাদের মাঝে প্রেম ও সেখান থেকে হয় শারীরিক সম্পর্ক ঘটে ।
গত ৩০/৩/২০২৫ ইং ঈদুল ফিতরের আগের রাতে তাকে বিয়ের কথা বলে রায়হান নিজের বাড়িতে নিয়ে আসেন। এবং রায়হানের বাবা-মা প্রথমে সম্পর্ক মেনে নিয়ে থাকতে দেন একই কক্ষে।
এবং পরদিন যখন জানতে পারে মেয়েটির অন্য আরেক জায়গায় বিবাহ হয়েছিল এবং বয়সে ৫/৭ বছরের বড় তখনই ঘটে বিপত্তি। সম্পর্ক না মেনে তখন শাহনাজকে চলে যেতে বলে।
কিন্তু ঐ নারী স্ত্রীর স্বীকৃতি পেতে রায়হানের বাড়িতে অবস্থান করছে। ওই নারী আরো বলেন, রায়হান সবকিছু জেনেশুনে বিয়ে করার কথা বলে এনেছে। এখন আমার সাথে এইরকম আচরণ করে বাড়ি থেকে পালিয়ে গেছে।
এ ঘটনার বিষয়ে রায়হানের কাছে জানতে চাইলে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
রায়হানের বাবা হাকিম হাওলাদার ক্যামেরার সামনে বক্তব্য দিবেন না বলে জানান। তিনি বলেন ওই নারীর আগের একটি সংসার ছিল। তাছাড়া সে আমার ছেলের চাইতে বয়সে বড়। এমন সম্পর্ক মেনে নেওয়ার মতো না।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সুরেজীত বড়ুয়া বলেন, বিষয়টি আমি শুনেছি।ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।