Barisal Correspondent
বাকেরগঞ্জে ফলের বাজারে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা। মূল্য তালিকা না থাকায় ৬ ফল ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৪/৩/২০২৫ ইং মঙ্গলবার দুপুরে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড ফল বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় মূল্য তালিকা না থাকায় ৬ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ফল ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা থাকার আহ্বান জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, পবিত্র মাহে রমজান মাসে কোন ব্যবসায়ী যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি না করে তার জন্য সতর্ক করা হয়েছে। যদি কোন অসাধু ব্যবসায়ী পবিত্র রমজানকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া তিনি বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।