Barisal correspondent.
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে বরিশাল বোর্ডে ১০৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এবং ২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।
১০/৪/২০২৫ ইং বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ১০৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এবং গৌরনদীর বার্থী পরীক্ষা কেন্দ্রে ২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
আজ প্রথম দিন এসএসসির বাংলা পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৮১৭৮ জন। এবার বরিশাল বোর্ডের অধীন ১৯৪ টি পরীক্ষা কেন্দ্রে ১৪৯১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।
সুস্ঠ পরিবেশে পরীক্ষা গ্রহনের জন্য প্রশাসনিক ভাবে সকল প্রস্তুতি ছিল। শান্তি পূর্ণ ভাবে এসএসসি পরীক্ষা গ্রহনের নিমিত্তে ১৬ টি ভিজিলেন্স টিম রয়েছে। এবং সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে।
Md. Zahidul Islam