Barisal correspondent.
গাজায় ইসরাইলী বর্বরোচিত নৃশংস হামলার প্রতিবাদে বরিশালে আজ গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসাবে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী,সাধারণ মানুষ, মসজিদের মুসুল্লিরা ও রাজনৈতিক ব্যক্তিরা দিনভর বিক্ষোভ মিছিল, সমাবেশ , সড়ক অবরোধ কর্মসুচী পালন করে।
৭/৪/২০২৫ ইং বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে গাজায় ইসরাইলী বর্বরোচিত নৃশংসতা হামলার প্রতিবাদে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি শহরের জীবনানন্দ দাশ সড়কে পৌঁছালে সেখানে অবস্থিত কেএফসি প্রতিষ্ঠানকে ইসরাইলে অর্থ সহায়তা কারী হিসেবে আখ্যায়িত করে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ভাঙচুর করে।
এ সময় কে এফ সির ব্যানার ও লোগো ভাঙচুর করা হয় এবং দেয়ালে বয়কট লিখে দেওয়া হয়। পরে কেএফসি কার্যালয়ের সামনে জোহরের নামাজ আদায় করেন বিক্ষোভ কারীরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান।