আতাউর রহমান কাওছার ওসমানী নগর (সিলেট)প্রতিনিধি:
ফিলিস্তিনের গণহ”ত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল,কলেজ,ভার্সিটি, অফিস,আদালত সব বন্ধ রাখার আহবান জানিয়েছে মজলুম গা’যা বাসি। তাদের ডাকে সাড়া দিয়ে আজ ৭ এপ্রিল সারাদিন বাংলাদেশেও জেনারেল স্ট্রাইক শেষে বৈশ্বিকভাবে একযোগে দাবি জানিয়ে ফিলিস্তিনের গাজায় ঈসরাইল কর্তৃক যুদ্ধ বিরতি লঙ্ঘন, গণহত্যা, দখল বন্ধের দাবিতে সিলেটের বালাগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭মার্চ) বাদ যোহর
বালাগঞ্জ উপজেলা সদরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে কিবরিয়া আহমেদ ও ইমরানুল হকের যৌথ পরিচালনায় জামেয়া ইসলামিয়া ফিরোজাবাগ বালাগঞ্জের মুহতামিম মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ আলী আসকর, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মুনিম,মাওলানা হোসাইন আহমদ মিসবাহ, প্রিন্সিপাল মোঃ আমির আলী, মাওলানা সাইদুর রহমান,প্রমুখ
বোয়ালজুরের কালিবাড়ী বাজারে বাদআছর দারুলউলুম সোনাপুর রুপাপুর মাদ্রাসার সামন থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে হাজী নসিব উল্ল্যাহ মার্কেটের সম্মুখে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
বোয়ালজুরের আল-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার ব্যানারে অনুষ্ঠিত এ মিছিলে ‘সেইভ গাজা, ফ্রি গাজা, স্টপ কিলিং গাজা, প্রেয়ার ফর গাজা’ লেখা বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে শত-শত মুসলিম জনতা অংশ নেন। এসময় বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধে মুসলিম নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়া এবং ইসরাইলী সকল পণ্য বর্জনের আহ্বান জানান।
বক্তারা বলেন ‘ইসরায়েল বর্বরভাবে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে, অথচ বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানানো হয়।
এসময় মুরাদ হাসান ও ক্বারি জিল্লুল হকের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাওলানা হুসাইন আহমদ আওলাদ, মাওলানা ফয়জুর রহমান , সমাজসেবক শফিকুল ইসলাম, সাবেক মেম্বার আং রশিদ,সাংবাদিক আমির আলী, মতছির আলী মুন্না,ইউছুফ আলি,মাওলানা দেলওয়ার হুসেন, ফখরুল ইসলাম রাজু, শাহরুহেল, সাংবাদিক এ.আর.কাওছার,আহমদ আলি, ক্বারি আব্দুল ওয়াহিদ, শাহ শিপু, রুহেল মিয়া,রেজাউল হক মিসবাহ, সৈয়দ হায়দার আলী মিজান, শিপন আহমদ ময়নুল ইসলাম, সাহেদ মিয়া,প্রমুখ
মিছিল শেষে প্রবিণ মুরব্বি মাওলানা মুজাম্মেল আলী দোয়ার মাধ্যমে ফিলিস্তিনের নির্যাতীত জনগণ ও বিশ্বের মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।