ফরিদপুর পৌরসভার মুন্সিবাজার এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী দুই ভাই রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাসকে লক্ষ্য করে গত শুক্রবার রাতে গুলি করে ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলার ঘটনাটি ঘটেছে গেরদা ইউনিয়নের কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায়, রাত ১১টার দিকে। হামলার শিকার দুই ভাই গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামের গয়নাথ বিশ্বাসের ছেলে।
হামলার বিস্তারিত জানিয়ে লিটন বিশ্বাস বলেন, “গেরদা সাহেব বাড়ির পাশে আমার বড় ভাই রাতে দাওয়াত খেতে গিয়েছিল। রাত বেশি হওয়ায় গাড়ি পাওয়া যাচ্ছিল না। পরে আমি তাকে ফোন দিলে আমি মোটরসাইকেল নিয়ে ওই বাড়ি থেকে দাদাকে নিয়ে আমাদের বাড়ির দিকে আসছিলাম। পথেই তিন-চার ব্যক্তি দুটি মোটরসাইকেল থেকে আমাদের লক্ষ্য করে গুলি করে। পরে আমরা রাস্তায় পড়ে গেলে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।”
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, হামলার সময় রঞ্জিত বিশ্বাসের সঙ্গে তার ছোট ভাই লিটন বিশ্বাসও আহত হন। তারা যখন সাহেব বাড়ি থেকে ফিরছিলেন, তখন হামলার শিকার হন। পুলিশের একাধিক টিম ঘটনাটি অনুসন্ধান করতে কাজ শুরু করেছে। হামলার কারণ এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। আহত রঞ্জিত বিশ্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এই ঘটনাটি তদন্ত করা হচ্ছে, এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।