জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুলের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর বীরগাঁও গ্রামের দক্ষিণের মাঠে জানাজার নামাজ সম্পন্ন হয়। জানা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদির আহমদ, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, জয়কলস ইউপি চেয়ারম্যান আবদুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুর রহমান শহীদ, গণ অধিকার পরিষদের সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুম আহমদ জুসেফ, সেক্রেটারী সুহেল আহমদ শিশু, বীরগাঁও দাখিল মাদ্রাসার সুপার জুবায়ের আল মাহমুদ, কবি ও সংগঠক আজমদ আহমদ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা সাইদুল ইসলাম,সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার হাজারও ধর্মপ্রান মুসলমান উপস্থিত ছিলেন।
জানাজার নামাজের পূর্বে সুনামগঞ্জ জেলা ও শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েসনের পক্ষ থেকে মরহুম চেয়ারম্যানের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। এদিকে পুলিশের হেফাজতে থাকা চেয়ারম্যান এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ৩০ মার্চ রবিবার সন্ধ্যায় ‘অপারেশন ডেভিলহান্ট’ পরিচালনা করে নিজ বাড়ি থেকে চেয়ারম্যান রিয়াজুল ইসলামকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। জেলা হাজতে গুরুতর অসুস্থ হলে ৫ এপ্রিল শনিবার পুলিশি হেফাজতে সিলেটের এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপালাতে পাঠানো হয়। মস্তিষ্কের রক্তকরণে মঙ্গলবার সকালে মাথায় বড় ধরণের অস্ত্রোপচার করা হয়। এর একদিন পর বুধবার রাত ১০টা ২০ মিনিটের সময় পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়।