Monowar Babu, Ghoraghat (Dinajpur) Correspondent:
দিনাজপুরে ঘোড়াঘাটের বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ি দাখিল মাদ্রাসার সামনে থেকে একশ পিচ ইয়াবা বড়িসহ এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার (৯ মার্চ) রাতে আরজন ওরফে বাবু মিয়াকে (৪৪) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কশিগাড়ি এলাকার মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আরজন মিয়া। সেসময় রাস্তায় পুলিশের চেক পোস্ট দেখে মোটরসাইকেল ফেলে রেখে তিনি পালানোর চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় গাড়িতে থাকা পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাঁকে ধরে তল্লাশি চালালে তাঁর ফুল প্যান্টের ডান পকেট থেকে ইয়াবা বড়িগুলো দেখতে পান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গ্রেপ্তার আরজন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ইয়াবা বড়ি কিনে নিজ এলাকাসহ আশেপাশের এলাকায় বিক্রি করেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ঘোড়াঘাট থানায় তাঁর বিরুদ্ধে আগেরও পাঁচটি মামলা আছে। তাঁকে আজ বৃহস্পতিবার আদালত সোপর্দ করা হবে।
ক্যাপশনঃ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার আরজন ওরফে বাবু মিয়া।