Md. Monir Hossain Sohel, Chatkhil Correspondent:
চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৬ আসামেকে আটক করা হয়েছে। নোয়াখালী জেলার চাটখিল থানায় শুক্রবার ১৪ মার্চ দুপুরে আটকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে, এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে এই আসামিদেরকে আটক করা হয়।
আটকৃত পরোয়ানাভুক্ত আসামিরা হলো ০৬ নং পাঁচগাঁও ইউনিয়নের হোসেনপুর গ্রামে আব্দুল লতিফের ছেলে সাইফুল ইসলাম (৩০), ৩ নং পরকোট ইউনিয়নের হোসেনপুর গ্রামে মৃত শহিদুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন কালু, ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিন মোহাম্মদপুরের মৃত সেকান্তর মিয়ায় ছেলে মোঃ আবদুল হালিম, ১ নং শাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রামের মো: সেলিমের ছেলে নুর আলম প্রঃ নাহিদ, ৬ নং পাঁচগাঁও ইউনিয়নের আবু তোরাব নগর গ্রামের মৃত মোঃ ছিদ্দিকুর রহমানের ছেলে রিয়াজ মোরশেদ, ১ নং শাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাসেল হোসেন।
চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, চাটখিল থানা পুলিশের কয়েকটি টিম বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই পরোয়ানাভুক্ত আসামিদেরকে আটক করে। পরবর্তীতে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন চাটখিল থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।