হাবিবুর রহমান, (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছার তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।
গত বুধবার(২৬ মার্চ) উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল চাল বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন।
জানা যায় , প্রতি বছরের ন্যায় এবারেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ভাবে দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের জন্য বরাদ্ধ দেয়া হয়। তাম্বুলপুর ইউনিয়নে ৬ হাজার ৩শ ৮৬ জন দুস্থদের বিপরীতে ১০ কেজি করে মোট ৬৩.৮৬ মেট্রিকটন চাল বরাদ্ধ হয়।
দুস্থদের মাঝে চাল বিতরন কার্যক্রমে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলার এলজিইডির উপ-সহকারি প্রকৌশলী ফরিদা ইয়াসমিন, সহকারি ট্যাগ অফিসার উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, দৈনিক ভোরের দর্পণ পীরগাছা উপজেলা প্রতিনিধি ফজলুর রহমান ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর আশরাফুল ইসলাম প্রমুখ।