হাবিবুর রহমান,
(রংপুর) প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় মানসিক ও বাকপ্রতিবন্ধী এক তরুণীকে (২৭) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রেজোয়ান আলী (২২) পেশায় ভ্যানচালক। তিনি ওই গ্রামের আলী হোসেনের ছেলে।
ভুক্তভোগীর মায়ের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১টার দিকে তিনি বাড়ির পাশে গোয়ালঘরে কাজ করছিলেন তিনি। সেই সময় তার মেয়ে ও শাশুড়ি বাড়িতে ছিলেন। হঠাৎ মেয়ে চিৎকার শুরু করলে তিনি দৌড়ে ঘরে এসে দেখেন, অভিযুক্ত রেজোয়ান পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমার মেয়ে স্পষ্টভাবে কথা বলতে পারে না, মানসিকভাবেও দুর্বল। এই সুযোগে এর আগেও একাধিকবার উত্যক্ত করেছে রেজোয়ান। আজ একেবারে ঘরে ঢুকে নির্জন পেয়ে এমন ঘৃণ্য কাজ করার চেষ্টা করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান বলেন, ‘ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।