হাবিবুর রহমান (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় নয় বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এর আগেও কয়েক বার শিশুটিকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
উপজেলার ছাওলা ইউনিয়নের আপ্তাব উদ্দিন হাসিম গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়,ওই গ্রামের মৃত শমসের আলীর ছেলে মাহবুবার রহমান প্রতিবেশি বাক-প্রতিবন্ধী মেয়েটিকে এর আগে কয়েক বার ধর্ষনের চেষ্টা চালায়। এ নিয়ে এলাকায় কয়েক বার শালিস বৈঠক করা হলে মাহবুবার রহমান ক্ষমা চেয়ে নেন এবং জীবনে এ ধরনের কাজ করবেন না বলে জানান।
ঘটনার দিন গত ২৬ মার্চ সকাল সাড়ে ১১ টায় মেয়েটির মা এবং বাবা কাপড়,চোপর ধোয়ার জন্য বাড়ির পাশে পুকুরে কাজ করতে থাকে। এ সুযোগে অভিযুক্ত মাহবুবার রহমান মেয়েটিকে বাড়ির আঙ্গিনায় লাউয়ের মাচার নিছে নিয়ে আবারো ধর্ষনের চেষ্টা চালান। পরে মেয়েটি ইজ্জত রক্ষার্থে হাউমাউ করিয়া চিৎকার করিতে থাকে। উক্ত হাউমাউ চিৎকার শুনিয়া আশেপাশে লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত মাহবুবার রহমান পালিয়ে যায়।
মেয়েটির পিতা জানান, পূর্বের ঘটনায় মামলা করতে গেলে গন্যমান্য ব্যক্তিরা ধরে মিমাংসা করে দেন। আর জীবনে এ কাজ করবে না বলে স্বীকার করেন। এখন আবার এঘটনা ঘটিয়েছে। তাই আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ঘটনার বিষয় জানতে অভিযুক্ত মাহবুবার রহমানের সাথে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনর্চাজ নুরে আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে ভুক্তভূগীর পরিবার একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।