Pirojpur Correspondent:
পিরোজপুরের নাজিরপুরে পুত্রবধুকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। বুধবার (৯ এপ্রিল) উপজেলার বুড়িখালি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযুক্ত শ্বশুর তোরাব আলী (৬৫) ওই গ্রামের মৃত আব্দুল মজিদ শেখের ছেলে।
এঘটনায় ধর্ষণের শিকার পুত্রবধুর মা আফরোজা খানম বাদী হয়ে গতকালই নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত শ্বশুর পলাতক রয়েছেন।
মামলা সুত্রে জানা গেছে, তোয়াব আলীর ছেলের সাথে ৬ মাস পূর্বে তার মেয়ের বিয়ে হয়। বাড়িতে কেউ না থাকায় ঘুমের ঔষধ খাইয়ে শ্বশুর তার মেয়েকে ধর্ষণ করে। বুধবার বিকালে তার মেয়েকে নাজিরপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
নাজিরপুর থানার অফিসার ইনাচার্জ (ওসি) মো: মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
Message sender
Syed Bashir Ahmed