Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে পারিবারিক বিরোধের জেরে বাবা মুসলিম মিয়া (৪৭) খুন হয়েছেন। এ ঘটনায় তার মেয়ে মুন্নি আক্তার (২১) আটক হলেও ছেলে মুন্না মিয়া (২৩) এখনও পলাতক রয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান রবিবার (০৬ এপ্রিল) জানান,’ শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় শ্যামেরকোনা গ্রামের বাগরঘর এলাকার বাসিন্দা মুসলিম মিয়াকে তার ছেলে-মেয়ে দা দিয়ে কুপিয়ে আহত করে’।
স্থানীয় সুত্রে জানা যায়,’দীর্ঘদিন ধরে মুসলিম মিয়া এবং তার স্ত্রীর মধ্যে বিদেশ যাওয়ার বিষয়ে অশান্তি চলছিল। স্ত্রী চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন,সেই সুযোগে তার ছেলে-মেয়ে এই জঘন্য ঘটনা ঘটায়’।
পরে মুসলিম মিয়ার ছেলে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসককে জানান, তার বাবা গাছ থেকে পড়ে আহত হয়েছেন। জরুরি চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে, পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর এলাকাবাসী পুলিশের কাছে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়রা মেয়ে মুন্নি আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ বিষয়ে নিশ্চিত করে জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,ছেলেমেয়ে মিলে তাদের বাবাকে খুন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।