Netrakona Representative:
নেত্রকোণার মদনে নিজ বাড়ির পিছনের রেট্টি গাছ থেকে এক ওই দড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী স্ত্রীর মরদেহ বুধবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে উপজেলার নায়েক পুর ইউনিয়নের বাঁশরী কান্দাপাড়া গ্রামে।
গ্রামবাসি সূত্রে জানা গেছে, ৭/৮ মাস আগে বাঁশরী কান্দা পাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে আজিজুল ইসলাম (২২) মদন পৌর শহরের ইমদাদ মহল্লার চান মিয়ার মেয়ে রীমা (১৯) কে প্রেম করে বিবাহ করেন।বিয়ের পরপরি স্বামী স্ত্রী চট্টগ্রাম গিয়ে গার্মেন্টস ফ্যাক্টরীয়ে চাকুরী নিয়ে সংসার শুরু করে। বিগত ঈদুল ফেতর উপলক্ষ্যে পরিবারের লোকজনের সাথে ঈদ করার জন্য স্বামী স্ত্রী বাড়িতে আসে। ঘটনার দিন রাতের গাড়িতে চট্টগ্রাম যাওয়া জন্য টিকিটও সংগ্রহ করেছি তারা। বিকেলে বাড়ির পিছনে রেইনট্রি গাছে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশী লোকজন।পরে পুলিশে খবর দেয় গ্রামবাসি।
মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাদিম হাসান জানান, গ্রামবাসির সংবাদের ভিত্তি ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাছ ঝুলন্ত অবস্থায় স্বামী স্ত্রীর মরদেহ দেখতে পায়। পরে দুটি মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য মরদেহ দুইটি বৃহস্পতিবার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে।
Nurul Haque Runu