Staff Reporter:
পিরোজপুরের নাজিরপুরে সদর ইউনিয়নের সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এস,এস,সি ২৫ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ৮এপ্রিল) সকাল ১১ টায় ঐ বিদ্যালয়ের হল রুম হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় এর পরিচালনা পরিষদের সভাপতি ও ৬ নং নাজিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাসেল শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উজ্জ্বল কুমার মিস্তী এর সভাপতিত্বে ও ঐ বিদ্যালয় এর সহকারী শিক্ষক উথান মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ রাসেল শিকদার বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্যে বলেন, ‘তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে তোমাদের তথ্য প্রযুক্তির মহাসড়কে সরব পদচারনা করতে হবে নতুবা একবিংশ শতাব্দীর প্রতিযোগিতামূলক বিশ্বে কোনভাবেই টিকে থাকা সম্ভব নয়। তাই তোমাদের সবাইকে মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। তাই সমাজে বড় হতে হলে শিক্ষার কোন বিকল্প নাই।’
তিনি আরও বলেন, ‘পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় ভালো ফলাফল করেন। এই বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী বিসিএস ক্যাডার থেকে শুরু করে বড় বড় অফিসার হয়েছেন। তাই প্রতিবারের মতো এইবারেও ভালো ফলাফল অর্জন করে এই বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে। মনে রাখবে তোমরাই দেশের ভবিষ্যত, তোমরাই দেশের সম্পদ, সামনে তোমরাই দেশের নেতৃত্ব দিবে। তাই এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীর রঞ্জন সমাদ্দার, সহকারি প্রধান শিক্ষক বাদল কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, নীহার রঞ্জন মজুমদার, বিনা রানী বৈরাগী, দিপু মিস্ত্রি, গৌরি রানী দাস,তাপস কুমার মিস্তী,বুলু সমাদ্দার, গোপীনাথ হালদার, অচিন্ত্য কুমার দাস, ও ২০২৫ সালের বিদায়ী শিক্ষার্থীবৃন্দ এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।