Shahjahan Ali Manon, Saidpur (Nilphamari) Representative:
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সৈয়দপুর প্রেসক্লাবের উদ্যোগে (পৃষ্ঠপোষকতায়) শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় শহরের বাঙালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এর আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এই কার্যক্রমে উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির অর্ধ শতাধিক শিশু অংশ গ্রহণ করে। এতে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ও মরিয়ম নেছা।
সহযোগী ছিলেন রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান চৌধুরী, মিস্ত্রীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহতাবুল শহিদ, তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান খান, বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিয়া সুলতানা, রহমাতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক সৈয়দা রুখসানা জামান শানু, আহবায়ক কমিটির সদস্য শাহজাহান আলী মনন, মিজানুর রহমান মিলন, জাকির হোসেন, মোমিনুর আজাদ। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রিন্স ও তৌহিদ মুক্তার উপস্থিত ছিলেন।
অংশ গ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা এবং শিক্ষক-কর্মকর্তারা এমন আয়োজনের জন্য প্রেসক্লাব তথা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে আরও বৃহৎ পরিসরে বিভিন্ন দিবসে এমন আয়োজন করার আহ্বান জানান। সেই সাথে উপজেলা প্রশাসন ও শিক্ষকদের ধন্যবাদ জানান।
ক্ষুদে আঁকিয়েদের চিত্রকর্ম এতটাই সুন্দর ও দৃষ্টি নন্দন হয়েছে যে, প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করতে হিমশিম খায় বিচারকরা। এমতাবস্থায় সেরা ১০ জনকে পুরষ্কার প্রদানের সিদ্ধান্ত নেয় প্রেসক্লাব প্রতিনিধিরা। বিজয়ী শিক্ষার্থীদের আগামী ১৪ এপ্রিল উপজেলা প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে পুরষ্কৃত করা হবে।
সেরা ১০ চিত্রকর হলো, মো. রাফা শাকিল (৪র্থ) তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামিশা আমিন রাহা (৫ম) কয়ানিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবরার নাফসিন (৩য়) ইন্টারন্যাশনাল স্কুল, মাইশা ইসলাম (৪র্থ) বাঙালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদিকাতুল সুবাহা (৪র্থ) চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজুম মনিরা ((৪র্থ) রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারাহ খন্দকার (৪র্থ) বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সামিয়া জান্নাত সারাহ (৩য়) আল ফারুক একাডেমি, আকসা (৫ম) বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইশা বিনতে জামান (৫ম) রহমাতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়।