আবদুর রহিম,ডবলমুরিং (চট্টগ্রাম মহানগর প্রতিনিধি):
চট্টগ্রাম মহানগরীর মতিয়ারপোলস্থ এয়ারআলী জামে মসজিদ পরিচালনা কমিটি গত ৮ মার্চ সর্বসম্মক্রমে গঠিত হয়। শত বছরের ঐতিহ্যবাহী চট্টগ্রাম মহানগরীর এয়ারআলী জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ আলী সওদাগর। সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহসীন আলী, সহ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী নওশাদ আলী। সহ সভাপতি আলহাজ্ব শাহজাহান বাবুল, হাজী ইব্রাহীম বদো, সহ সভাপতি মোঃ রাশেদ মোরশেদ, হাজী আবদুর রহিম, হাজী আবদুল মান্নান, হাজী জাফর সওদাগর, কোষাধ্যক্ষ মোঃ ইয়াছিন মাহবুব, মোঃ শাহীন, হাজী মোঃ আলমগীর, মোঃ শফি এবং কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে হাজী আকবর খান, মোঃ নুর আলী, মোকতার আহমেদ, আকবর আলী, ফরিক আহমেদ, হাজী রাজু আহমেদ, মোঃ জাবেদ, আনোয়ার আলী, মোঃ ফয়সাল জসীম, মোঃ সোলাইমান, রহিম উল্লাহ,এস এম ইকবাল, আশরালী সাগর, মোঃ নবাব, শাহজাহান হাকীম এবং উপদেষ্টামন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ ফাফর, আলহাজ্ব নজরুল ইসলাম, আলহাজ্ব কাজী ইমাম মোঃ ইউসুফ ও মোঃ কামাল। নগরীর এয়ারআলী জামে মসজিদের নবনির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী সওদাগর সকলকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর ঘরের খেদমত করার আহবান জানান।