লালমোহাম্মদ কিবরিয়া
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সম্ভাব্য কক্ষ পর্যবেক্ষকদের নিয়ে চূড়ান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকালে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্র (১৮৮) সচিব মো. উমর ফারুক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপ জন মিত্র।
নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দাখিল পরীক্ষার কেন্দ্র (২৪৩) সচিব মাওলানা মো. আজিজুল ইসলাম, চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (৩৩২) সচিব রফিকুল ইসলাম, গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৯) সচিব ইউসুফ আলী খান, গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৯০) সচিব মোহাম্মদ নাজমুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ছায়েদুল ইসলাম ও কায়দা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী প্রমুখ।
এসময় হলসুপারগন ও ভ্যানুর দায়িত্বশীল ব্যক্তিগনসহ উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২০টি দাখিল মাদ্রাসার সম্ভাব্য কক্ষ প্রত্যবেক্ষক সহকারী শিক্ষকগন, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্র সচিবদের সাথে কথা বলে জানা গেছে, বরাবরের ন্যায় এবারের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।