জেলা প্রতিনিধি নওগাঁঃ-হাবিবুর রহমান,,
সারাদেশের ন্যায় নওগাঁ জেলাতেও পহেলা বৈশাখ বাঙালিদের প্রানের উৎসব। বাঙালি ও বৈশাখ মিলেমিশে একাকার বাংলায়। এদিন নানা আয়োজনে বর্ষবরণ করা হয়ে থাকে সারাদেশে ন্যায় তারি ধারাবাহিকতায় নওগাঁতেও, ভোরের নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে ১৪৩২ বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হবে বর্ষবরণ। আজ সোমবার (১৪ এপ্রিল) নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ০৮ টায় এটিম মাঠ থেকে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বইপট্টি হয়ে পুরাতন হাসপাতাল রোডের সামনে দিয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজের সামনে গিয়ে শেষ হবে। এবং জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্যে দিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি শুরু হয় ।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালর নেতৃত্বে শোভাযাত্রাটি জেলা এটিম মাঠ থেকে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বইপট্টি হয়ে পুরাতন হাসপাতাল রোডের সামনে দিয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি,মাটির তৈরি বাসনসহ বিভিন্ন বর্ণের বেলুন ফেষ্টুন, মাথাল শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে। এসময় পুলিশ সুপার মোহম্মাদ সাফিউল সারোয়ার বি পি এম ও অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বিয়াম স্কুল চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিল্পীরা অংশগ্রহণ করে।