মোঃ মামুন মোল্লা, খুলনা:
খুলনার শিরোমনি সার গুদামঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৯১৯)-এর ত্রিবার্ষিক নির্বাচন আগামী ১৭ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ২০ বছর পর এই ইউনিয়নে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
ইতোমধ্যেই নির্বাচন উপলক্ষে ইউনিয়নের আশপাশের এলাকা, বিশেষ করে চায়ের দোকান ও মিলগেট এলাকায় বইছে নির্বাচনী আমেজ। শ্রমিকরা বলছেন, নির্বাচন হওয়ায় তাদের গুরুত্ব ও মর্যাদা বেড়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোট প্রার্থনায় সরাসরি শ্রমিকদের বাসায় গিয়ে প্রচার চালাচ্ছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ তারেক জানান, খুলনার খানজাহান আলী থানাধীন শ্যামগঞ্জ শিল্পাঞ্চলের এই ইউনিয়নে মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন। বাকি ৩টি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ও প্রতীক বরাদ্দ:
সভাপতি পদে:
- শামিম হোসেন – চেয়ার
- ফিরোজ মোড়ল – বাঘ
- হোসাইন উদ্দিন ফয়সাল – হরিণ
সাধারণ সম্পাদক পদে:
- সাইফুল ইসলাম – সিংহ
- মোঃ ইসমাইল মোড়ল – দোয়াত
- সাকিব শেখ – কলম
কোষাধ্যক্ষ পদে:
- মোঃ শামসুর রহমান – টুপি
- মোঃ রাব্বি হোসেন – আনারস
- রকিবুল ইসলাম – বই
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত:
- সহ-সভাপতি: মোঃ রাসেল গাজী
- সহ-সাধারণ সম্পাদক: মোঃ আলম হাওলাদার
- সাংগঠনিক সম্পাদক: মোঃ বিয়াজুল হাওলাদার
- প্রচার সম্পাদক: শেখ রাজা রহমান
ইউনিয়নের মোট ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য নেতৃত্ব নির্ধারণ করবেন। নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস ও আটরা-গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন.
শ্রমিকদের আশা, এই নির্বাচন নতুন নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নে কার্যকর পরিবর্তন আনবে এবং দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে শ্রমিকদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।