এস. কে রাসেল দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার আল ইনসাফ মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার গরিব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
(২৯ মার্চ) শনিবার দুপুরে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের ভবনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শাহ আলম, এস আই মো: হাফিজুর রহমান।
আল ইনসাফ মানবিক ফাউন্ডেশনের সভাপতি মো: মিজানুর রহমান সভাপতিত্বে এবং আল ইনসাফ মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এস. কে রাসেল, আল ইনসাফ মানবিক ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান।
আল ইনসাফ মানবিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা জানান, আমাদের এই সংগঠনটি মূলত সামাজিক ও মানবিক কাজের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা বিভিন্ন সামাজিক কাজ করার পাশাপাশি নিজের এলাকার গরিব ও অসহায় মানুষদের নানাভাবে সহায়তা করে থাকি। আমাদের সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থে এই মানবিক কাজগুলো করা হয়। তারই অংশ হিসেবে আজকে। ঈদের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। নেতৃবৃন্দরা সংগঠনের কার্যক্রমের অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।