দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি :
জুলাই বিপ্লবে দুমকির শহিদ এর এক মেয়েকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত আটকের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভমিছিল করে পটুয়াখালীর দুমকী থানা ঘেরাও করে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার(২০ মার্চ) বেলা ১১ টায় ঢাকা-বাউফল মহাসড়কের দুমকি নতুন বাজার এলাকায় সাজ্জাদুল ইসলাম দুর্জয় ও আমিনুল ইসলামের নেতৃত্বে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল দুমকী থানা চত্বরে প্রবেশ করে এবং অপর আসামিদেরও আগামী ২৪ ঘন্টার মধ্যে আটক করার আল্টিমেটাম দেয় বিক্ষোভকারীরা।
এসময় পুলিশের বিরুদ্ধে মামলা নিতে ও অপর অভিযুক্তদের আইনের আওতায় আনতে গড়িমসির অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। এছাড়াও পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী এলাকার মালেক মুন্সির ছেলে ইমরান হোসেনের বিরুদ্ধে ওই ঘটনার মূল নায়ক বলে দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে ধর্ষণের মতো অপরাধের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এটি বন্ধ করতে হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। আর দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে অনেক অপরাধী পার পেয়ে যায়, যা ভবিষ্যতে আরও বড় অপরাধের জন্ম দেয়। এছাড়াও ভুক্তভোগী নারী ও শিশুদের মানসিক ও সামাজিক সহায়তা বাড়ানোর ওপর জোর দেন তারা।
