Humayun Kabir Miraj:
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার (৭ এপ্রিল) বিকালে ঘটে গেছে রীতিমতো যুদ্ধাবস্থা। মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরে কেঁপে উঠেছে গোটা গ্রাম। এতে অন্তত দুইজন আহত হয়েছেন এবং আতঙ্কে গ্রাম ছেড়েছেন প্রায় ১৫টি পরিবার।
আহতরা হলেন—পাঁচভুলোট গ্রামের আজিবার বদ্দির ছেলে রাজু (৩৫) ও মৃত ইজ্জত আলীর ছেলে পথচারী আনোয়ার হোসেন (৬০)। দু’জনকেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, গ্রামের একটি সরকারি খাল বর্তমানে ইজারা বিহীন থাকায় স্থানীয়রা মিলে সেখানে মাছ চাষ শুরু করেন। ঘটনার সূত্রপাত হয় সোমবার সকালে, খালে নৌকা চালানো নিয়ে। এই নিয়ে কথা কাটাকাটির জেরে রাজু, দেলোয়ার (আনোয়ার হোসেনের ছেলে) ও রিপন (ইনায়েত আলীর ছেলে)-কে মারধর করে।
পরে বিকালে পাঁচভুলোট গ্রামের মোড়ে ইয়াছিনের দোকানের সামনে রাজুকে একা পেয়ে দেলোয়ার ও রিপন পাল্টা হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করেন। রাজুর ওপর হামলার খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজুর পক্ষের লোকজন দলবেঁধে এসে গ্রামে বোমা বিস্ফোরণ ঘটায় ও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। বোমার স্প্লিন্টারের আঘাতে পথচারী আনোয়ার হোসেনও গুরুতর আহত হন।
ঘটনার পর থেকে আতঙ্কে প্রায় ১৫টি পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। পুরো গ্রামজুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে দু’বার টহল দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”