Mostafizur Rahman, Gaibandha (Saghata, Fulchhari):
গাইবান্ধার সাঘাটা উপজেলায় তিস্তামুখ পত্রিকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় বোনারপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিস্তামুখ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান রাঙ্গা। এতে গাইবান্ধার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলা টিভির গাইবান্ধা প্রতিনিধি জাহিদ খন্দকার, মোহনা টিভির সাঘাটা উপজেলা প্রতিনিধি সুলাইমান আলী, মুভি বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মাজেদ মাজু, দৈনিক আজকের জনগণ পত্রিকার উপজেলা প্রতিনিধি আনিসুর রহমান টিপু, এনটিভি অনলাইনের সাঘাটা-ফুলছড়ি সংবাদদাতা মোস্তাফিজুর রহমান ফিলিপস্, ফাল্গুনী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান, দৈনিক ঘাঘট পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু সাঈদ ও আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ইয়ামিন হাসান।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা সাংবাদিকতার নীতিমালা, দায়িত্ব ও পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং তিস্তামুখ পত্রিকার নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার প্রশংসা করেন।
উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করবে এবং পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে।