নারায়ণগঞ্জ থেকে ঈদের ছুটিতে ফুফাতো বোনের বাড়িতে বেড়াতে এসে কুমিল্লার হোমনায় তিতাস নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে মারিয়া আক্তার (১১) নামে এক শিশু। শনিবার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে হোমনা পৌরসভার শ্রীমদ্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মারিয়া নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাসিন্দা আলী নেওয়াজের মেয়ে। তবে নেওয়াজের আদি বাড়ি হোমনা উপজেলাতেই। জানা যায়, ঈদের দুই দিন পর ফুফাতো বোনের বাড়িতে বেড়াতে আসে মারিয়া। দুপুরে সে ফুফাতো বোন ফাতেমা তুজ জোহরার সঙ্গে তিতাস নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে মারিয়া ফাতেমাকে বলে, “তুমি সাবান রেখে আসো, আমি একটু পরে উঠছি।” ফাতেমা বাড়ি ফিরে বিষয়টি মারিয়ার ভাই এমদাদুলকে জানালে শুরু হয় খোঁজাখুঁজি।
খবর পেয়ে স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। চাঁদপুর থেকে আসা ডুবুরি দলও সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে শিশুটিকে খুঁজে পায়নি। রবিবার সকালে ফের অভিযান চালানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনার পরপরই নারায়ণগঞ্জ থেকে শিশুটির মা-বাবা হোমনায় এসে পৌঁছেছেন। মারিয়ার ফুফাতো বোন ফাতেমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা একসঙ্গে কত মজা করলাম, এখন ওকে খুঁজে পাচ্ছি না।”
হোমনা থানার ওসি নাজমুল হুদা বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি শিশুটিকে খুঁজে পেতে।”