মো.ইলিয়াস সানি,তজুমদ্দিন, ভোলা:
তজুমদ্দিন উপজেলা গেট সংলগ্ন চাপরাসি বাড়ির দরজায় জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ঘাটলায় ঢালাইয়ের মাত্র একদিন পরেই বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, কাজের সময় কোনো ইঞ্জিনিয়ার বা প্রকল্প তদারক কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ফলে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
একজন এলাকাবাসী বলেন, “যে ঘাটলায় একদিন আগেই ঢালাই হয়েছে, সেটায় যদি এত তাড়াতাড়ি ফাটল ধরে, তাহলে কয়েক মাস বা বছর পর কী অবস্থা হবে?”
চোখে পড়ার মতো বিষয় হচ্ছে, ঘাটলার কাঠামো ও সাপোর্ট সিস্টেমও অত্যন্ত দুর্বলভাবে তৈরি করা হয়েছে। নির্মাণস্থলের আশেপাশে পড়ে আছে নির্মাণ সামগ্রীর প্যাকেট, ময়লা ও বর্জ্য – যা প্রমাণ করে, কোনো প্রকার নিরাপত্তা বা পরিছন্নতার দিকেও নজর দেওয়া হয়নি।
এ বিষয়ে জেলা পরিষদ বা সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
স্থানীয়রা এ বিষয়ে দ্রুত তদন্ত ও পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন, যেন সরকারি অর্থের অপচয় রোধ হয় এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায়।