Shahjahan Ali Manon, Nilphamari District Representative:
প্রবাসী দাতা সদস্যদের আর্থিক সহায়তায় পরিচালিত “লিভ এ লেগেসি” প্রজেক্টের উদ্যোগে তিস্তার চরের অসহায় মানুষের মাঝে রমজান ফুড প্যাক বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া হেলিপ্যাড মাঠে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের জেলা প্রতিনিধি মো. আরিফুজ্জামান আরিফের উপস্থিতিতে অসহায় পরিবারের হাতে চাল, ডাল, তেল, সাবান, পেঁয়াজ, খেজুর, মুড়ি, আলুসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণ কার্যক্রম শেষে দেশবাসী ও প্রবাসী দাতাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ফুড প্যাক পেয়ে এলাকার অসহায় মানুষরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং আয়োজকদের জন্য কৃতজ্ঞতা জানান। তাদের অনেকে জানান, চলমান অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।
সংগঠনের জেলা প্রতিনিধি মো. আরিফুজ্জামান আরিফ বলেন, “ধন্যবাদ জানাই ‘লিভ এ লেগেসি’ প্রজেক্টকে, যারা আমাদের তিস্তা এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এলাকার দুস্থ মানুষের জন্য কিছু করতে পারার আনন্দ সত্যিই অপরিসীম।”
উল্লেখ্য, “লিভ এ লেগেসি” প্রজেক্ট দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সংগঠনটি প্রবাসী দাতাদের সহায়তায় বিভিন্ন সময়ে খাদ্য, শিক্ষা ও চিকিৎসা সহায়তাসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।