Shawn Bepari
শরিয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জাজিরা ও পদ্মা থানা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ ই মার্চ) উপজেলার ডুবিসায়বর জামি’আ আজিজিয়া মাদ্রাসায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জাজিরা থানা শাখার সভাপতি মুফতি ইলিয়াছুর রহমান ও পদ্মা থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর মালেকের সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জাজিরা থানা শাখার সাধারণ সম্পাদক মুফতি সামিমুল হক ও
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পদ্মা থানা শাখার সাধারণ সম্পাদক মুফতি সায়েম।হোসাইন সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা জিয়াউল হক কাসেমী।
এসময় উপস্থিত ছিলেন,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিউল্লাহ খান, সাধারণ সম্পাদক মাওলানা ইদরীস কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা সংগঠনিক সম্পাদক মুফতি মাহবুবুর রহমান জিয়া প্রমুখ।