Joypurhat District Representative:
জয়পুরহাটের কালাইয়ে উদয়পুর ইউনিয়নে জমি কিনে বিপাকে পড়েছেন খায়রুল ইসলাম আতিক ২ বছর ধরে চেষ্টা করেও জমির দখল নিতে পারছেন না বলে অভিযোগ করেছেন তিনি। আঃ আলিম নামে এক নেশা খোরের বিরুদ্ধে জমি জোরপূর্বক দখলের পাশাপাশি খুন-জখমের হুমকিও অব্যাহত রেখেছেন বলে দাবি আতিকের।
তপসিল সম্পত্তি জেলা-জয়পুরহাট থানা-কালাই, মৌজা- মান্দাই, আর এস খতিয়ান নং- ২২৭, দাগ নং- ৬১৪, জমির
পরিমান ৩৪ শতকের কাতে ১২শতক, রকম ধানী।
ভুক্তভোগী খায়রুল ইসলাম আতিক লিখিত অভিয়োগে বলেন উপজেলার মান্দাই মৌজাস্থ খতিয়ান নং-২২৭, দাগ নং- ৬১৪, জমির পরিমান ৩৪ শতক এর মধ্যে মৃত্যু জায়মন বিবি ০.৩৭৫ অংশ প্রাপ্ত হয় যাহার প্রাপ্ত সম্পত্তি ১২ শতক হিসেবে গণ্য হয়। জায়মন৷ বিবি গত ১৯৯৩ সালে মৃত্যু বরন করিলে তার ওয়ারিশ হিসেবে তার স্বামী সহ ০৯জন ওয়ারিশ রেখে যায়। যাহার মধ্যে ৪জন ছেলে ০৪জন মেয়ে এবং স্বামী মোট ০৯জন ওয়ারিশ নিযুক্ত হয়। জায়মন বিবি এর মেয়ে রেশমি তারা এশমি তারা এর প্রাপ্ত ফারায়েজ মূলে ১২ শতকের মধ্যে ০.৭৫ শতক জমি প্রাপ্ত মালিক হলেও ১নং বিবাদী তার নিকট হইতে জমিটি রেজিষ্ট্রি করার সময় মৃত জায়মন বিবি এর সমদয় ১২ শতক জমি দলিল করিয়ে নেয়। মৃত জায়মন বিবি এর বাঁকী ০৮জন ওয়ারিশ উক্ত সম্পত্তি ফারায়েজ মূলে আলাদা আলাদা ভাবে খারিজ মূলে
জমিটির মালিক নিযুক্ত হলে মৃত জায়মন বিবি এর ০৮জন ওয়ারিশ এর নিকট হইতে ০৩টি আলাদা আলাদা রেজিষ্ট্রি মূলে দলিল নং-৬৫০২, তারিখ-২৯/১২/২০২২, দলিল নং-১৪২০, তারিখ-০৩/০৪/২০২৪, দলিল নং-২১৭০, তারিখ-২৯/০৫/২০২৪, মূলে প্রাপ্ত মালিক হই। ১নং বিবাদী মৃত জায়মন বিবি এর মেয়ে, রেশমি তারা এশমি তারা এর প্রাপ্ত ফারায়েজ মূলে ১২ শতকের মধ্যে ০.৭৫ শতক জমি প্রাপ্ত মালিক হলেও, মান্দাই মৌজাস্থ খতিয়ান নং-২৪৫, দাগ নং- ৬১৩, জমির পরিমান ২২ শতকের কাতে ১১ শতক যাহার দলিল নং-৫০৫২, তারিখ-১৫/১২/২০২২ এর রেজিস্ট্রি মূলে প্রাপ্ত সম্পত্তিতে জোরপূর্বক জবর দখল করে নেয়। মান্দাই মৌজাস্থ খতিয়ান নং-২২৭, দাগ নং- ৬১৪, জমির পরিমান ৩৪ শতক এর মধ্যে,৷ রাবিয়া বিবি ০.১২৫ অংশ প্রাপ্ত হয় যাহার প্রাপ্ত সম্পত্তি ৪.২৫ শতক হিসেবে গণ্য হয়। রাবিয়া বিবি মৃত্যু বরন করিলে তাহার ওয়ারিশ গনের নিকট হইতে ২নং বিবাদী উক্ত সম্পত্তি কবলা দলিল মূলে ক্রয় করিলেও মান্দাই মৌজাস্থ খতিয়ান নং-২৪৫, দাগ নং- ৬১৩, জমির পরিমান ২২ শতকের কাতে ১১ শতক যাহার দলিল নং-৫০৫২, তারিখ-১৫/১২/২০২২ এর রেজিস্ট্রি মূলে আলিম প্রাপ্ত সম্পত্তিতে গিয়ে জবর দখল করিয়াছে। বিবাদীদের বিভিন্ন সময় উক্ত তফশীল সম্পত্তির দখল ছেরে দিতে বলিলেও জোরপূর্ব জবর দখল করে রেখেছে। উক্ত বিষয়টি নিয়ে স্থানীয় গণ্য মান্য ব্যক্তিদের নিয়ে কয়েকবার শালিস বৈঠক করা হলেও বিবাদীদ্বয় উক্ত শালিস অমাণ্য করে স্থানীয় প্রভাবশালী লোকজনের ছত্র ছায়ায় জায়গাটি জবর দখল করে রেখেছে। গত ১০/০৪/২০১৫ইং তারিখ সময় আনুমানিক দুপুর ২.৩০ ঘটিকার সময় উপরোক্ত বিবাদীদের সঙ্গে দেখা করে নিম্নবর্ণিত তফশীল সম্পত্তির দখল ছেরে দিতে বলিলে বিবাদীদ্বয় খায়রুল ইসলাম আতিক কে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার হুমকি ধামকি সহ ভয় ভীতি প্রদান করে৷ বিবাদীদ্বয় কর্তৃক উক্ত জমিজমা সংক্রান্ত যেকোন সময়৷ আইনশৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভবনা রয়েছে।
এই বিষয়ে অভিযুক্ত আঃ আলীমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি৷
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল হক বলেন জমি সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷