বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
ছায়া ফাউন্ডেশন, এর উদ্যোগে শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩০ মার্চ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডস্থ চরমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস খুুলনা অঞ্চলের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ। ছায়া ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা ডা. মোঃ আব্দুস সামাদ এর সভাপত্বিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছায়া ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট কবি ও নাট্যকার কামরুল আজাদ এবং চরমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. আব্দুস সামাদ বলেন,” সামাজিক উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে স্বাবলম্বী করা ও বিশেষ দিনগুলোতে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেবার প্রয়াসে ছায়া ফাউন্ডেশন সব সময় মানুষের পাশে থাকতে চাই”। এ প্রসঙ্গে তিনি ধর্মীয় মূল্যবোধের প্রসার ও সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি স্কাউটার আব্দুর রশিদ ব্যাডেন পাওয়েলের “সুখ লাভের প্রকৃত পন্থা অপরকে সুখী করা” বাণীকে উদ্ধৃত করে বলেন, “ছায়া ফাউন্ডেশনের মত সমাজের বিত্তবানরা এমন মহৎ উদ্যোগে এগিয়ে আসলে সামাজিক শৃংখলা, সাম্য ও সমতা প্রতিষ্ঠা করা সম্ভব”। তিনি এর সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ছায়া ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা, স্বাস্থ্য ও দূর্যোগকালিন সহায়তা কর্মসূচি নিয়মিতভাবে পালন আসছে। এবারের ঈদে গরীব ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম এলাকায় প্রশংসা কুড়িয়েছে।