Staff Correspondent
ঢাকা: চৈত্র মাসের শেষ দিনে পার্বত্য অঞ্চলে ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায়এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, “পার্বত্য অঞ্চলে চৈত্র সংক্রান্তিতে বিভিন্ন জাতিগত উৎসব যেমন- বিজু, বৈসাবি, সাঙ্গরাইসহ অনেক উৎসবের আয়োজন করা হয়। এসব উৎসব উদযাপনের জন্য তাদের জন্য নির্বাহী আদেশে ছুটির বন্দোবস্ত করা হয়েছে।”
তিনি আরও জানান, “এ ছুটি শুধু পার্বত্য অঞ্চলের জন্য নয়, আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন, যেমন- সাঁওতাল, খাসিয়া, গারো তাদের জন্যও প্রযোজ্য হবে।”
এটি ঐতিহ্যবাহী পার্বত্য অঞ্চলের জনগণের জন্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা তাদের সংস্কৃতির প্রতি সরকারের সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করে।