আল মামুন এএমইউএন,জয়পুরহাট জেলা প্রতিনিধি:
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্য সোশ্যাল মিডিয়া ফেসবুকে অপপ্রচার করার প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান।
শনিবার আক্কেলপুর উপজেলা গোপীনাথপুর ইউনিয়ন পরিষদে এই সংবাদ সম্মেলন করেন গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান।
চেয়ারম্যান তার লিখিত বক্তব্যে বলেন, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেন, গত ২৭শে মার্চ রাতে সোশাল মিডিয়া ফেসবুকে এসে আমার নামে যে মিথ্যা অপপ্রচার চালায় তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।
চেয়ারম্যান বলেন, আমি তার ওয়ার্ডের একটি গ্রামে উন্নয়নমূলক কাজ করছিলাম সে সময় ওই ইউপি সদস্য কাজে বাধা প্রদান ও কাজ বন্ধ করে দেয়। তারই প্রেক্ষিতে আমি তাকে কারন দর্শানোর নোটিশ দেই, সেই রাগে এই মেম্বার ফেসবুকে এসে আমার নামে অপপ্রচার চালায়।
মূলত গত ২৭ মার্চ রাতে ওই ফেসবুকে রাস্তা নির্মাণে অনিয়ম, মাতৃত্বকালীন ভাতা প্রদানের সময় অর্থ লেনদেন, বয়স্ক ও বিধবা ভাতার কাড বিতরণে অনিয়মসহ নানা অনিয়মের তথ্য সেখানে তুলে ধরেন, তারই প্রেক্ষিতে আজ এই সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে কয়েকজন ইউপি সদস্যরাও উপস্থিত ছিলেন।