Staff Reporter
আব্দুস সালাম মোল্লা
চরভদ্রাসনে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাটকা সংরক্ষণ -জাটকা নিধনে অপরাধে মোবাইল কোটে’জেলওজাল আগুনেপুড়িয়ে বিনষ্ট করা হয়।
জাটকা সংরক্ষণ অভিযান ১২ই এপ্রিল সকাল ১১ ঘটিকা হতে ৩ ঘটিকা পর্যন্ত পদ্মা নদীতে
জাটকা সংরক্ষণ সপ্তাহ – ২০২৫ (৫ম দিন)””
“জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে”এ প্রতিপাদ্য সামনে রেখে, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নিশাত ফারাবী, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত কুমার সরকারের নির্দেশে চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের উপস্থিতিতে পদ্মা নদীতে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে। এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতায় মোবাইল কোট’ প্রচলিত হয়।এতে চরভ্রাসন থানা পুলিশের একটি চৌকশ টিম উপস্থিতে অভিযানে ১৫ টি জাটকা ধরার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয় যা আনুমানিক ৫ হাজার মিটার, ১ টি ১০০০ মিটারের ব্যারজাল এবং ২৭ কেজি মাছ জব্দ করা হয় এবং ৪ জন আসামি নিষিদ্ধ কারেন্ট জল ব্যবহারের অপরাধে গ্রেফতার ধরা হয়। উক্ত নিষিদ্ধ জাল গুলো বিধিমোতাবেক বিনষ্ট করা হয়। এবং ৪ জন আসামিদেরকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এবং মাছগুলো যথাক্রমে হাজীডাঙ্গী মাদ্রাসাতে ১৫ কেজি ও বাতুল্লাহ মাতুববরের ডাংগি মাদ্রাসায় ১২ কেজি বন্টন করা হয়।
অভিযান পরিচালনায়।১। মো: আসলাম মন্ডল, আমিনপুর পাবনা ২। মো: বাবুল ইসলাম, সাজাদপুর সিরাজগঞ্জ। ৩। মো: আবুসাঈদ, রাজবাড়ী পানশা
৪। হান্নান মোল্লা, শোজানগর পাবনা কেদন্দবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা ১৫ দিনের জেল প্রদান করা হয়। এ সময় ৫,০০o মিটার কারেন্টজাল ও ১০০০ মিটার ব্যারজাল জব্দকরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।