Gaibandha Correspondent
গাইবান্ধা গোবিন্দগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়ামিন সুলতানা সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকতা সত্য রনজন সাহা এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় ও র্যালিতে উপস্থিত ছিলেন,রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জাতীয় দলের খেলোয়ার রকিব মেহেবুব আপেল,উপজেলা সমাজ সেবা কর্মকতা শফিউল আলম মন্ডল জুয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকারম হোসেন রানা,ক্রীড়া শিক্ষক রেজাউল করিম,কোর্চ প্রদীপ দাস,গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক রাসেল কবির,গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আনন্দ টিভির প্রতিনিধি উজ্জ্বল হক প্রধান সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও খেলোয়াড় বৃন্দ।
উল্লেখ্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রস্তাবে ২০১৩ সালের ২৩ আগস্ট জাতিসংঘ প্রতিবছর ৬ এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা দেয়। জাতিসংঘ স্বীকৃত অন্যান্য দিবসের মতো ২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়ে আসছে, যার মূল প্রতিপাদ্য উন্নয়ন ও শান্তির জন্য ক্রীড়া। ১৮৯৬ সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমসের উদ্বোধন হয়েছিল ৬ এপ্রিল। সে জন্যই আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে দিনটিকে বেছে নেওয়া। ২০১৭ সাল থেকে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আন্তর্জাতিক ক্রীড়া দিবসের পাশাপাশি আজকের দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবেও পালন করে আসছে।