Md. Nur Alam Gopalpur (Tangail) Correspondent
২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য থাকে যে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য অপারেশন সার্চলাইট নামে একটি সামরিক অভিযানের মাধ্যমে দেশের প্রধান শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বাঙালিদের ওপর গণহত্যা চালায়।
(২৫ মার্চ) মঙ্গলবার সকালে গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, থানা অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা জামাতের আমির অধ্যক্ষ হাবিবুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান, আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।