এস. কে রাসেল দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের উলাইল এলাকার উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়র একমাত্র খেলার মাঠ দীর্ঘ চার বছর ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের দখলে রয়েছে।
স্থানীয় লোকজন মঙ্গলবার (১৫এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ, ও মানববন্ধন করে।
উলাইল গ্রামের মোঃ আসলাম মিয়া বলেন , রাস্তা নির্মাণের সামগ্রী সংরক্ষণের অজুহাতে মেসার্স জাহিদ এন্ড ব্রাদার্স প্রোঃ মোঃ ইমতিয়াজ আসিফ প্রায় চার বছর ধরে রাস্তার কাজে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করছেন। ফলে এলাকার শিশু-কিশোর ও তরুণরা খেলাধুলার সুযোগ হারিয়ে হতাশার মধ্যে রয়েছে।
এলাকাবাসীর মতে, এই একটি মাত্র প্রাণকেন্দ্র ছিল এই মাঠ। প্রতিদিন শত শত তরুণ-যুবক এখানে ফুটবল, ক্রিকেটসহ নানা খেলায় মেতে উঠত। কিন্তু বর্তমানে এটি কার্যত নির্মাণসামগ্রীর গুদামে পরিণত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী যুবকরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এক তরুণ খেলোয়াড় হৃদয় খান বলেন, “আমাদের এলাকার একমাত্র খেলার জায়গা এটি। এখন এখানে শুধু নির্মাণসামগ্রী রাখা হচ্ছে, আমরা খেলতে পারছি না। ঠিকাদার প্রতিষ্ঠানকে অনেকবার বলা হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক ৫ ই আগস্ট এর আগে আওয়ামী লীগ এর ভয় দেখাতো,ঠিক এখনো সেই ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এলাকার প্রবীণরা মনে করেন, খেলাধুলা থেকে দূরে সরে যাওয়ার ফলে তরুণদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত মাঠটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক ইমতিয়াজ আসিফকে মুঠোফোনের যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ইরাজ উদ্দিন বলেন আমাদের কাছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এসেছে বিদ্যালয় মাঠ থেকে মালামাল সরিয়ে না নিলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহেন নুরেন জানান, এলাকাবাসী আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে আমি প্রকৌশলী সাহেবকে বলেছি মাঠ পরিদর্শন করে দ্রুত মালামাল হয়ে নেওয়ার জন্য।