Chaithowaimong Marma
বিশেষ প্রতিবেদক রাঙ্গামাটি
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩ নং বাঙ্গালআলিয়া ইউনিয়নের কুদম ছড়া উত্তরণ সংঘের উদ্যোগে ২৫ বছর রাজা জয়ন্তী বর্ষপূর্তি উদযাপিত করা হয়েছে। ১২এপ্রিল শনিবার সকাল দশটায় কুদমছড়া উত্তরণ সংঘের নিজ ভবন হল কক্ষে রজত জয়ন্তী বর্ষপূর্তি তে এ সময় উপস্থিত ছিলেন ৩ নং বাঙালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আদুমং মারমা। আরো উপস্থিত ছিলেন ৩২০ নং কাঁকড়াছড়ি মৌজা হেডম্যান প্রতিনিধি ও সাংবাদিক মানবাধিকার কর্মী সাংস্কৃতিক ব্যক্তি সমাজসেবক চাইথোয়াইমং মারমা ৭,৮,৯ নং ওর্য়াড মহিলা সদস্যা ইসাইচিং মারমা কুদুমছড়া পাড়া কারবারী মাসুইচি মারমা যুবদল নেতা মো: রুবেল সমাজ সেবক উবাসিং উসাইচিং মারমা স্থানীয়গণ্যমান্য ব্যক্তি বর্গক্লাবের সদস্য সদস্যা সমাজের তরুন যুবক-যুবতী উপস্থিত ছিলেন।
এ সময় সভাপতিত্ব করেন কুদম ছড়া উত্তরণ সংঘের সভাপতি ক্যসিংমং মারমা। ২৫ বছর রজত জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে অথিতিরা বক্তৃতা বলেন, এই গ্রাম পিছিয়ে পড়া তরুন যুবক যুবতী স্বেচ্ছায় উদ্যোগে বিগত ২০২০ সাল হতে কুদম ছড়া উত্তরণ সংঘ স্থাপিত করা হয়। আজ আনন্দের সাথে সামাজিক সংগঠন কদুম ছড়া উত্তনে সংঘ পাড়া বাসিসহঅনন্যা পৃষ্ঠপোষক সার্ভিস সহযোগিতা ক্লাব সংগঠন অনেক দূর এগিয়ে গেছে। সুন্দর সুশৃঙ্খলা পরিবেশে দেখতে পেয়ে সকলে আনন্দিত। এতে ইউপি চেয়ারম্যান পক্ষে ক্লাবে উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা অর্থ জুন মাসে অনুদান প্রদানের ঘোষণা করেন।
শেষান্তে, কুদুম ছড়া উত্তরণ সংঘের সভাপতি বলেন, এটি আমাদের পাড়ার সামাজিক সংগঠন লক্ষ্য উদ্দেশ্য শিক্ষা সংস্কৃতি ঐক্য প্রগতি স্লোগানের মাধ্যমে আমাদের ক্লাবের সামনের দিকে অগ্রগতি হওয়ার উন্নতি জন্য কাঁধে কাধ মিলিয়ে একযোগে কাজ করার জন্য অনুরোধ করছি। পাড়াতে বাল্যবিবাহ নিরসন করতে হবে।পাড়াতে সামাজিক অনুষ্ঠানেও এ ক্লাবের তরুন সদস্যা সদস্য সেরা সার্বিক সহযোগিতা প্রদানে গুরুত্ব অপরিসীম দায়িত্ব পালন করছে। যারা পৃষ্ঠপোষক আর্থিক সার্ভিস সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দুপুরে স্থানীয় তরুন তরুনী রা নিজের সংস্কৃতি পোষাকে নাচ গান পরিবেশন করা হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক ব্যান্ড সো আয়োজন করা হয়েছে বলে গণমাধ্যম কে জানান ।