সউদ আব্দুল্লাহ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের মোহাইল গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নানা ও নাতী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনা ঘটে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে। আহতদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় এক জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতরা হলেন—মোহাইল গ্রামের মৃত সমসের প্রামানিকের ছেলে আঃ রশিদ প্রামানিক এবং একই গ্রামের তবিবর রহমানের ছেলে শাহারুল ইসলাম। তাদের মধ্যে রক্তের সম্পর্ক থাকলেও বর্তমানে সম্পর্ক অনেকটাই বৈরী হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রামের একটি জমির সীমানা নির্ধারণে আনোয়ার হোসেন ও আঃ রশিদ প্রামানিক, উভয়পক্ষের উপস্থিতিতে সার্ভেয়ার (আমিন) নিয়ে মাপজোখ করছিলেন। তবে সমঝোতায় না পৌঁছানোয় সবাই ঘটনাস্থল ত্যাগ করেন। পরে দুপুরের দিকে আনোয়ার হোসেনের ছোট ভাই শাহারুল ইসলাম আঃ রশিদের দোকানে সিগারেট কিনতে গেলে, উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।ঘটনার এক পর্যায়ে আঃ রশিদ ও তার ভাই আব্দুল ওয়াহেদ এবং আরও কয়েকজন মিলে শাহারুলকে লাঠি দিয়ে মারপিট করেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে শাহারুলের ভাই আনোয়ার হোসেন কয়েকজন সহযোগীকে সঙ্গে ঘটনাস্থলে এসে রশিদ প্রামানিককে মারধর করেন। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।
স্থানীয়রা উভয় আহতকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রশিদের অবস্থার অবনতি হলে তাকে বগুড়ায় পাঠানো হয়।
এ বিষয়ে আহত শাহারুলের ভাই আনোয়ার হোসেন বলেন, জমির মাপ নিয়ে বিরোধ থাকতেই পারে, কিন্তু সেজন্য কাউকে ঘরের মধ্যে আটকে রেখে মারধর করা অমানবিক। রশিদ এখন আর আমাদের আত্মীয় নয় সে এখন আমাদের শত্রু।
অন্যদিকে, আঃ রশিদের স্ত্রী তহমিনা বলেন, “শাহারুল তর্ক করায় আমার স্বামী তাকে দুটি চরথাপ্পর দিয়েছিল।এটাই যদি অপরাধ হয়, তাহলে তারা যে লাঠি দিয়ে আমার স্বামীকে মেরে হাসপাতালে পাঠালো তার বিচার কী হবে?”
এ ঘটনায় শনিবার দুপুরে আনোয়ার হোসেন বাদী হয়ে কালাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপর পক্ষ থেকেও অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, সংঘর্ষে উভয়পক্ষের দুইজন আহত হয়েছেন। একটি পক্ষ অভিযোগ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে,জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধই এই উত্তপ্ত পরিস্থিতির সূত্রপাত।বর্তমানে গ্রামে চাপা উত্তেজনা বিরাজ করছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।