Pirojpur Correspondent:
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার করে।জাটকা সংরক্ষন উপলক্ষে রবিবার (৬ এপ্রিল)দুপুরে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ও মৎস্য কর্মকর্তা .হাফিজুর রহমান উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বিজয়নগর খালের গোড়া সংলগ্ন কচা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৪০০ মিটার বেড় জাল জব্দ করে।যার আনুমানিক মূল্য প্রায় অর্ধ লক্ষ টাকা। এ সময় কোন জেলেকে আটক করতে পারেনি।এ সময় কাউখালী নৌ পুলিশ সাথে ছিলেন। এ ব্যাপারে কাউখালী
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, জাটকা সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী ব্যাক্তিদের আইনের আওতায় আনা হবে।
Message sender
Syed Bashir Ahmed