মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানালেন মোঃকামাল খন্দকার।তিনি চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্রামের প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আব্দুর বারী খন্দকারের জ্যৈষ্ঠ পুত্র।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চামরদানী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামে চষে বেড়াচ্ছেন মোঃকামাল খন্দকার।
চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃকামাল খন্দকার গণমাধ্যমে তাঁর নির্বাচনী বিষয়টি নিশ্চিত করে বলেন মধ্যনগর উপজেলার ৩নং চামরদানী ইউনিয়ন পরিষদের আসন্নবর্তী নির্বাচনটি অতীব জনগুরুত্বপূর্ণ।তাই জনস্বার্থে একজন সৎও দায়িত্ববান ব্যাক্তিকে নির্বাচিত করা প্রয়োজন।কেননা দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান পদটি জোড়াতালি দিয়ে কাজ চালানো হচ্ছে।ইউনিয়নটিকে সঠিক চালকের হাতে তুলে দেওয়া আমার আপনার সকলের নৈতিক দায়িত্ব।
পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক আপনার,আমার,ছোট বড় সকলের সুখ সমৃদ্ধি ও শান্তির ছায়া। আমার নির্বাচনী এলাকার সকল ভাই,বোন,বন্ধু সহ সর্বশ্রেণীর লোকজনের দোয়া/আশির্বাদ ও সমর্থন প্রত্যাশা করেছেন করছি।