ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার নুনু ফুটবল একাডেমীর উদ্যোগে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারন সম্পাদক কবির আহমদকে-সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার তাজপুর বাজারে নুনু ফুটবল একাডেমির অফিসে অনুষ্ঠিত সম্মাননা সভায় সাবেক ও বর্তমান ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ে উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথি
ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক শ্যামল সিলেট’র ওসমানীনগর উপজেলা প্রতিনিধি কবির আহমদ বলেন, আপনাদের মাজে বেড়ে ওঠেছি। নিজের অবস্থান থেকে লেখনীর মাধ্যমে আপনাদের জন্য যদি কিছু করতে পারি, এটা হবে আমার জন্য পরম পাওয়া। বিশেষ করে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্যরা সমাজের দর্পন হয়ে অনুসন্ধিৎসু চোখে সমাজের অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি তুলে ধরতে আপোষহীন হয়ে কাজ করেন। আমরা যাতে দেশ ও সমাজের জন্য ভাল কিছু করতে পারি, এ জন্য আপনাদের দোয়া চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-নুনু ফটবল একাডেমির প্রতিষ্ঠাতা আলী আমজদ নুনু,অফিসিয়াল শাহিন আহমদ,প্রবাসী লাকী আহমদ,ফুটবল লেফারী বদরুল ইসলাম,ব্যবসায়ী রাজন দেব,টিপু দেব, ফুটবলার মিনহাজ আহমদ,রুমন আহমদ,সাহিন আহমদ,ইমরুল,খয়রুল,নাহিদ, ইমন প্রমুখ।