নারায়ণগঞ্জের বন্দরে রাস্তা থেকে ডেকে নিয়ে এক তরুনকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার প্রায় এক মাস পর ওই তরুণের মা বাদী হয়ে মঙ্গলবার (১১ মার্চ) রাতে বন্দর থানায় মামলাটি দায়ের করেন।
পুলিশ জানায়,গত ৮ ফেব্রুয়ারী রাতে বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকায় বাড়ির পাশের রাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায় সহজ-সরল ও লাজুক প্রকৃতির ওই তরুণকে প্রতিবেশী সাঈদ মিয়া জরুরি কথার ছলে কৌশলে ডেকে নিয়ে যায়। পরে তার বাড়িতে নিয়ে ওই তরুণকে ধর্ষণ করে। এরপর ঘটনা কাউকে না জানাতে হত্যার হুমকি দেয়। এ ঘটনার প্রায় এক মাস পর ওই তরুণ তার মাকে ঘটনা জানালে সে মঙ্গলবার (১১ মার্চ) রাতে বন্দর থানায় গিয়ে মামলা দায়ের করেন।
ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের বিচার দাবি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হচ্ছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে একাধিক ধর্ষণের খবর সংবাদের শিরোনাম হয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে হট নম্বর চালু করা হয়েছে। বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার।