করোনাকালীন অর্থনৈতিক বিপর্যয়ের আঁচ এখনও টানছে দেশের অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা পরিবার। এমনই এক হৃদয়বিদারক চিত্র উঠে এসেছে রংপুরের ওষুধ ব্যবসা প্রতিষ্ঠান মিথিলা মেডিসিন-এর পক্ষ থেকে করা এক আবেদনে। IDLC Finance PLC-এর রংপুর শাখায় আজ ১০ই এপ্রিল, ২০২৫, বৃহস্পতিবার জমা দেওয়া এই আবেদনটিতে মোঃ মোস্তফা আলী-এর স্ত্রী মোছাঃ শামসুন্নাহার বেগম ঋণের সুদ মওকুফ ও লোন ক্লোজ করার মানবিক আবেদন জানান।
আবেদনে উল্লেখ করা হয়, মহামারির সময় ব্যবসায় মারাত্মক মন্দা দেখা দিলে মোস্তফা আলী কিস্তি পরিশোধে অক্ষম হয়ে পড়েন। ক্রমবর্ধমান ঋণের চাপ ও মানসিক সংকটে তিনি দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। তার অনুপস্থিতিতে পুরো পরিবারের ভার এসে পড়ে স্ত্রী শামসুন্নাহার বেগমের উপর। বর্তমানে সন্তানদের নিয়ে তিনি চরম আর্থিক কষ্টে দিনযাপন করছেন।
শামসুন্নাহার বেগম জানান, ঋণের বিপরীতে ইতিমধ্যেই সুদসহ একটি বড় অঙ্কের টাকা পরিশোধ করা হয়েছে। তবে কিছু উদ্বৃত্ত সুদের টাকা বাকি থাকায় ঋণ সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে মানবিক বিবেচনায় অতিরিক্ত সুদ মওকুফ করে ঋণ ক্লোজ করে প্রয়োজনীয় দলিলপত্র ফেরত দেওয়ার অনুরোধ জানান তিনি। পাশাপাশি, ঋণ সংক্রান্ত চলমান মামলাটিও প্রত্যাহারের আবেদন করেন।
এ বিষয়ে IDLC কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আবেদনটি প্রতিষ্ঠানটির রংপুর শাখায় গৃহীত হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনার মাধ্যমে দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের করোনোত্তর বাস্তবতা ও আর্থিক টানাপোড়েন আবারও স্পষ্ট হয়ে উঠল। অনেকেই আশা করছেন, মানবিক বিবেচনায় এমন পরিবারগুলোকে যথাযথ সহায়তা দেবে আর্থিক প্রতিষ্ঠানগুলো।