জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. আব্বাস আলী আজ ১ জুলাই কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহ পরিদর্শন করেন।
দেশনেত্রী আপোষহীন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার আলোকে তিনি এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি সাধারণ রোগী ও সেবাপ্রাপ্তদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের অভিজ্ঞতা শোনেন এবং ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি বলেন বিএনপি দীর্ঘদিন ধরে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছে। আমাদের ৩১ দফা রূপরেখায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার। আজ আপনাদের অভিজ্ঞতা সরাসরি শুনছি, বাস্তবতা দেখছি— যাতে আগামীতে জনগণের সেবায় আরও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা যায়।”
এ সময় উপস্থিত ছিলেন৷ ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, আক্কেলপুর এমআর ডিগ্রি কলেজের প্রো-ভিপি ও পৌর বিএনপির আক্কেলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন, বিএনপি নেতা আতাউর রহমান, বাইজিদ মণ্ডল, ফজলুর রহমান, আনিসুর রহমান, জাসাস নেতা আক্কেল আলী ও আব্দুর রহিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শেষে আব্বাস আলী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন- “আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের প্রেরণা। আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী করে একটি মানবিক, উন্নত ও আধুনিক জয়পুরহাট-২ গড়ে তুলি— ইনশাআল্লাহ।”