Barisal correspondent.
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মত সফল ভাবে এক নারীর সিজারিয়ান অপারেশনের সম্পন্ন হয়েছে।
১৩/৪/২০২৫ ইং রবিবার সকালে নাজমা আক্তার (২৬) নামে এক প্রসুতির পেটে প্রথমবারের মতো সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। নবজাতক এবং মা সুস্থ আছে বলে সংশ্লিষ্ট চিকিৎসকগন জানিয়েছেন।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী এর তত্ত্বাবধানে সিজার অপারেশন টিমে ছিলেন শাহনাজ শিমুল, ডাঃ তহুরা আক্তার, ডাঃ এসএম মাসুম বিল্লাহ, এবং ডাঃ অনামিকা ভট্টাচার্য।
১৯৭৪ সালে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হওয়ার পর এই প্রথম একজন প্রসুতির সফল সিজারিয়ান অপারেশন করা হল।